সেনাসদস্যদের অশোভন আচরণের বিষয়ে সতর্ক করলো বাংলাদেশ সেনাবাহিনী

বিশেষ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সেনাসদস্যদের দ্বারা জনসাধারণের সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে সতর্কতা জারি করেছে।

বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের আচরণ সেনাবাহিনীর নীতির সাথে সাংঘর্ষিক এবং তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বাংলাদেশ সেনাবাহিনী এমন ঘটনার কোনো প্রকার সমর্থন করে না।

আইএসপিআর আরও জানায়, দোষী সেনাসদস্যদের শনাক্তকরণ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রাপ্ত তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।