চ্যানেল7বিডি ডেক্স: চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় তিনি রওনা দেবেন।
ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিং
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, ড. ইউনূস ২৫ জানুয়ারি দেশে ফিরবেন।
দ্বিপাক্ষিক বৈঠক ও আন্তর্জাতিক অংশগ্রহণ
দাভোসে সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস। এ ছাড়া তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ বিভিন্ন সংস্থা প্রধান এবং কর্পোরেট ব্যক্তিত্বদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রচারণা
সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে আলাদা একটি সংলাপ অনুষ্ঠিত হবে। ড. ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ এবং উন্নয়ন উদ্যোগের ওপর জোর দেবেন।
গণমাধ্যম ও বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ
ড. ইউনূসের সুইজারল্যান্ড সফরকালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সাক্ষাৎকারগুলোতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সম্ভাবনাকে তুলে ধরবেন।