সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সম্পাদক নাসির উদ্দিন

মুন্নি খানম: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মোহাম্মদ মঈন উদ্দিন সভাপতি ও মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৫ মেয়াদে ক্লাব ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তারা।

নির্বাচনে ৮টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৮ জন। বাকি ৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ প্রার্থী।

সভাপতি পদে মোহাম্মদ মঈন উদ্দিন ৬৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শ্যামল সিলেটের চীফ রিপোর্টার ও বাংলানিউজের সিনিয়র করেসপডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সল আহমদ বাবলু পেয়েছেন ৪৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসবাহ উদ্দিন আহমেদ পেয়েছেন ২৪ ভোট।

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরের জিন্দাবাজারের ক্লাব কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

টানা ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম।

এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *