সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার রাত ২টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনে লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিংয়ের গেট না ফেলায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ট্রাকটির সাথে সংঘর্ষের পর থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইন থেকে সরানোর পরই যোগাযোগ পুনরায় স্বাভাবিক করা হবে।

এ দুর্ঘটনার ফলে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।