সিলেটের গোলাপগঞ্জে তারেক রহমান খালাস পাওয়ায় সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি:  একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দেওয়ায় আনন্দ মিছিল করেছে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল।

রোববার (১ ডিসেম্বর) রাতে তাৎক্ষণিক উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে চৌমুহনীতে এসে পথ সভায় মিলিত হয়।

পথ সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমেদ আবেদের সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়ছল আহমেদ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সহ- সভাপতি মছরু আহমদ, সহ-সভাপতি সোয়াইবুর রহমান মিজু, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, পৌর বিএনপি নেতা আতিক হাসান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: লুৎফুর রহমান, মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ কাদির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো: শাহ আলম, ছালিক আহমদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, জেলা শ্রমিক দলের সদস্য সায়েল আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ জামিল, ফুলবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সানাই আহমদ, সদস্য সচিব মিজান আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য ওয়েছ আহমদ তালুকদার।

পথসভায় উপস্থিত ছিলেন, সাকিল আহমদ চৌধুরী, এ কে আলম, শিমুল আহম, রিজু আহমদ, রাসেল আহমদ, রাব্বানী আহমদ, রাসেল আহমদ, রিফাত চৌধুরী, রাসেল আহমদ, সাব্বির আহমদ, মুরাদ আহমদ, খায়রুল ইসলাম, রনি আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।