অনলাইন ডেক্স: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। দুই যুগেরও বেশি সময় ধরে শাসন করা আসাদ বিদ্রোহীদের চাপের মুখে রাজধানী দামেস্ক থেকে আজ সকালে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে যান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার দুই শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে বাশার আল-আসাদ কোথায় গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত।
বিদ্রোহীদের দাবি, তারা বিনা বাধায় দামেস্কে প্রবেশ করেছে এবং সরকারি সেনাদের কাছ থেকে কোনো প্রতিরোধের মুখে পড়েনি। বিদ্রোহী নেতা হাসান আবদুল ঘানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, সেদনায়া কারাগারের সাড়ে তিন হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেদনায়া কারাগার খুলে দেওয়া হয়েছে, যেখানে আসাদ শাসনামলে বহু মানুষ অন্যায়ভাবে বন্দি ছিলেন। বিদ্রোহীরা কারাগারের কালো অধ্যায়ের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছে।
সিরিয়ায় দীর্ঘকাল ধরে চলমান সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান নিয়ে নতুন আশা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।