অনলাইন ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় শহরে প্রবেশ করলে তিনি বিমানে করে অজ্ঞাত গন্তব্যে পাড়ি জমান। তবে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পালিয়ে যাননি এবং নিজের বাড়িতে থেকেই দেশের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।
বিরোধীদের সঙ্গে সহযোগিতার আহ্বান
রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেটে প্রধানমন্ত্রী আল-জালালি বলেন, “আমি আমার বাড়ি ছাড়ার কোনও পরিকল্পনা করছি না। সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকে এবং নিয়মিত কাজ চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি সবাইকে যুক্তিযুক্তভাবে ভাবার এবং দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানাই। আমরা বিরোধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং আশা করছি, তারা দেশ ও জনগণের কোনো ক্ষতি করবে না।”
বিশৃঙ্খলা এড়ানোর বার্তা
প্রধানমন্ত্রী জনগণকে সরকারি সম্পত্তি রক্ষা করার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের ইতিহাসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, অতীতে সরকার পতনের সঙ্গে ব্যাপক বিশৃঙ্খলা দেখা গেছে। ২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের সময় যেমন অরাজকতা ও লুটতরাজের ঘটনা ঘটেছিল, তেমন পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।
সরকার পরিচালনায় স্থিতিশীলতার প্রতিশ্রুতি
প্রধানমন্ত্রী আল-জালালির এ বক্তব্য এমন সময় এলো, যখন সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে তাঁর শান্তিপূর্ণ অবস্থান ও সহযোগিতার বার্তা দেশকে সম্ভাব্য বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।