সিরিয়ানদের জন্য নতুন সুখবর দিলেন এরদোয়ান

অনলাইন ডেক্স: সিরিয়ার কর্তৃত্ববাদী শাসক বাশার আল আসাদের পতনের পর নতুন দিনের স্বপ্ন দেখছেন দেশটির নাগরিকেরা। এরই মধ্যে সিরিয়ান শরণার্থীদের জন্য বিশেষ সুখবর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিভিন্ন গণমাধ্যমে তাকে এই পরিবর্তনের অন্যতম নায়ক হিসেবে প্রচার করা হচ্ছে। খবর ডেইলি সাবাহর।

এরদোয়ান ঘোষণা দিয়েছেন, সিরিয়ান শরণার্থীদের নিরাপদে দেশে ফেরাতে তুরস্কের দক্ষিণ সীমান্তের গেটগুলো খুলে দেওয়া হবে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই ইয়াইলাদাগি সীমান্ত খুলে দিয়েছি। এর ফলে শরণার্থীদের চলাচল সহজ হবে এবং সীমান্তে ভিড় এড়ানো সম্ভব হবে।” ২০১৩ সালে যুদ্ধের কারণে এই সীমান্ত গেট বন্ধ করা হয়েছিল।

আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকে এরদোয়ান জানান, তুরস্ক সিরিয়ার পুনর্গঠনে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। দামেস্ক দখলের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে। এদিকে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তার এ পতনকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এরদোয়ান আরও বলেন, “পরিবর্তনের এই হাওয়া বিশেষ করে শরণার্থীদের জন্য আশার আলো হয়ে এসেছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে শরণার্থীদের স্বেচ্ছায় দেশে ফেরার প্রবণতা বাড়বে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।”

এর আগে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও জানান, দেশে থাকা প্রায় ৩০ লাখ সিরিয়ান শরণার্থীকে স্বদেশে ফেরাতে কার্যক্রম চলছে। উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে লাখ লাখ মানুষ তুরস্কে পালিয়ে আশ্রয় নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *