সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

ক্রিড়া ডেস্ক : জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচ জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

দুর্দান্ত পারফরমেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

প্রথম ম্যাচে তিন বিভাগেই নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ।

পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন পেসার তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন তিনি। তাসকিনের সাথে বল হাতে নেদারল্যান্ডসের ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছেন অফ স্পিনার সাইফ হাসান। ১৮ রানে ২ উইকেট নেন তিনি। নির্ধারিত ২০ ওভারে  ৮ উইকেটে ১৩৬ রানের মামুলি সংগ্রহ পায় নেদারল্যান্ডস।

জবাবে অধিনায়ক লিটন দাসের হাফ-সেঞ্চুরিতে ১৩৭ রানের টার্গেট ৩৯ বল বাকী রেখেই স্পর্শ করে  বাংলাদেশ। ২৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন লিটন।

লিটনের পাশাপাশি সাইফ ১৯ বলে ৩৬ ও তানজিদ হাসান ২৯ রান করেন। ১৪তম ওভারে টানা দুই বলে ছক্কা মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাইফ। ম্যাচ শেষে লিটন বলেন, ‘শিশির বড় প্রভাব ফেললেও আমাদের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাসকিন, ফিজ (মুস্তাফিজুর) এবং সাইফ অসাধারণ বোলিং করেছে।’

তিনি আরও বলেন, ‘শিশিরের কারণে রিশাদের কিছুটা সমস্যা হলেও অন্য বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে ১৩৬  রানে আটকে রাখতে পেরেছে বাংলাদেশ। এরপর প্রথম ওভার থেকেই পারভেজের মারমুখী শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের পক্ষে চলে আসে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে  প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত লক্ষ্য হওয়ায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম।  সিরিজে টিকে থাকার জন্য একাদশে পরিবর্তন আনতে পারে নেদারল্যান্ডস।

বাংলাদেশ দল : লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।

নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com