সিরাজগঞ্জ এনায়েতপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ–অবস্থান কর্মসূচি

সিরাজগঞ্জ প্রতিনিধি : জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এনায়েতপুর থানা সদর থেকে মিছিলটি শুরু হয়ে কেজিমোড় প্রেসক্লাব চত্বরে পথসভায় শেষ হয়।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। পথসভায় সভাপতিত্ব করেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী গোলাম হোসেন গোলাপ। এতে আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিকে ফরিদ এবং জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী।

সভায় বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত ঘটনাবলির দায় নির্ধারণ এবং সংশ্লিষ্ট অভিযোগে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনার আহ্বান তুলে ধরেন।

স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com