স্টাফ রিপোর্টারঃ আজলিব ও একলাই –এর সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান স্বপন আজ রাত ১২:৩০ মিনিটে ঢাকার বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র , ভাই-ভ্রাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বুধবার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আজলিব –এর সভাপতি ওয়াকিল আহমেদ, কোলাব-এর সভাপতি মোহাম্মাদ লোকমান মামুন, বিডি নীয়ালা নিউজ-এর সম্পাদক মাহফুজার রহমান মণ্ডল ও তাঁর এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গ তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদন জানিয়েছন।