স্টাফ রিপোর্টার : সোমবার (১৯ মে) বেলা ১১ টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয, মানববন্ধনে সভাপতিত্ব করেন,জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন সঞ্চালনায় ছিলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক।
মানববন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন সভাপতির বক্তব্যে বলেন, সারা দেশজুড়ে যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সহ সর্বস্তরের মানুষের সমস্যাগুলো সারা দেশের মানুষের কাছে পৌঁছায়, আজ তাদের নিজেদের সমস্যা নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, নিরাপত্তার হুমকিতে রয়েছে সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা করে আপনারা আপনাদের নিজেদের অপরাধ ঢেকে রাখতে চাইছেন, আপনাদের এসব অপরাধের চিত্র ঠিকই গণমাধ্যমে আবারও উঠে আসবে, সাংবাদিকরা কারো তাবেদারি করে না, সাংবাদিক কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, সাংবাদিক দেশের ন্যায় প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে কাজ করে, সমাজে ঘটে যাওয়া সকল ঘটনা গুলো জনসম্মুখে নিয়ে আসে, সাংবাদিকের তথ্য জনসম্মুখে পৌঁছালে এতে জনসাধারণ উপকৃত হয়, দোষীরা সমাজের চিহ্নিত হয়, আর নিরপরাধ মানুষকে কেউ ফাঁসাতে চাইলে সেই বিষয়গুলোও সাংবাদিকরা জনসম্মুখে তুলে ধরেন, সরকারি বিভিন্ন নীতিমালা আইন কানুন এবং দিক নির্দেশনা নিউজের মাধ্যমে জনতার দ্বারে দ্বারে পৌঁছে দেন, এতে করে সাধারণ মানুষ দ্রুত সরকারের সকল সিদ্ধান্তগুলো জানতে পারেন, আর এখন কিছু কুচক্রী মহল, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, সরকারি আমলা সহ কিছু অসাধু পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের টুটি চেপে ধরার চেষ্টা করছেন, তাদেরকে সংশোধিত হয়ে নিজের সৎকর্মে ফিরে আসার আহ্বান করেন, প্রত্যেক ব্যক্তি নিজ কর্ম ঠিকভাবে পালন করলে দুর্নীতি অপরাধে জড়িত হতে পারতেন না, এসব ক্ষেত্রে মূলত দায়ী থাকেন তাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা, তাদের ঠিকভাবে দেখবাল করলে অন্যয়টা অনেকাংশই কমে আসতো, এ সময় আরো বক্তব্য রাখেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য নুরুল হক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সদস্য নাসিমা আক্তার রেনু, সহ আরো অনেকেই বক্তব্য রখেন।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনে কেউ যেন বাধা না দেয়, তা সরকারকেই নিশ্চিত করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের বুলবুল আহমেদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল কবীর রাজিব, দৈনিক বর্তমান কথার প্রতিনিধি মাহবুবুল আলম জুয়েল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম সাজু, সহ-সভাপতি মোঃ সজীব, সহ-সম্পাদক, মোঃ মোজাম্মেল সরকার, সমাজ কল্যাণ সম্পাদক আফনান মামুন চৌধুরী, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি তুষার সহ প্রমুখ।