সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান

রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে নানা আয়োজন মধ্যে দিয়ে পালিত হলো যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন, উদ্যোক্তা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৮ অক্টোবর)  অক্টোবর  বিকেলে সাভার উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম দিপু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এডভোকেট (আপিল বিভাগ) সিনেট  সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট,সভাপতি, গভর্নিং বডি,  মোফাজ্জল -মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রী কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক উপপরিচালক আব্দুল কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডা. মো. কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও জাগরণী থিয়েটারের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, উদ্যোক্তা নিশাত মোবাশ্বেরা খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান তাঁর বক্তব্যে বলেন, উদ্যোক্তা তৈরি হলে শুধু তিনি নিজেই নয়, সমাজ ও দেশের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করেন। যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,আমাদের দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো দক্ষ যুবসমাজ। তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও সাহসকে সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে কেক কেটে ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com