সাভারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর আয়োজন

রোমান হোসেন সাভার : ঢাকার সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ঢাকা ১৯ ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

বুধবার (১০সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন স্থানে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন শেষে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচন এক’শ ভাগ সুষ্ঠু হয়েছে এটা বলার মত সময় এখনো হয় নাই, শিবিরের অনেক নেতাকর্মী একটা সময় ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলো, তাই ছাত্রলীগের সাথে এই নির্বাচনে শিবিরের একটা আন্ডারস্টান্ডিং হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন,দলীয় ভোট বেশী সংগঠনে নাই ছাত্রদলে আছে শিবিরের আছে ও ছাত্রলীগের আছে তাই দুইটা সংগঠন যদি একত্রে হয়ে নির্বাচন করে সেই নির্বাচনে জয়ী হওয়া অনেক কঠিন, অনেক অভিযোগ আছে এই নির্বাচনে অনেকের ভোট অন্যায় ভাবে দেওয়া হয়েছে তাই এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে নির্বাচনটা সত্যিকারের সুষ্ঠ হয়েছে কিনা সেটাও দেখার বিষয় বলে বলেন তিনি।

এসময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,সহ বিএনপি  আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com