রোমান হোসেন, সাভার : ঢাকার সাভারে নির্মাণাধীন চারটি বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের পৌর গেন্ডা কবরস্থান রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, গেন্ডা এলাকার ব্যাংক কর্মকর্তা ফরিদা পারভীনের মালিকানাধীন একটি ভবন অনুমোদনবিহীন এবং নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছিল। এজন্য ভবনটির কলামের রড কেটে দেয়া হয়েছে এবং নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম গং এবং সাদ্দাম হোসেনের মালিকানাধীন আরও তিনটি ভবনেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। এসব ভবনেরও বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে এবং কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি মালিকরা। তাই পর্যায়ক্রমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হচ্ছে।
তবে অভিযুক্ত ভবন মালিক ফরিদা পারভীন বলেন, আমরা সাভার পৌরসভার অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করছি। আগাম কোনো নোটিশ না দিয়েই রাজউকের মোবাইল টিম হঠাৎ অভিযান চালিয়ে ভবনের ক্ষতি করেছে।
এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল টিম এই কার্যক্রম পরিচালনা করছে। এজন্য আগাম নোটিশ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।