সাভারে ধর্ষণের ভিডিও ধারণ করে হুমকি, শিক্ষার্থী গ্রেপ্তার

রোমান হোসেন, সাভার : সাভারে কলেজছাত্রীকে ধর্ষণ ও গোপনে সেই ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল। এর আগে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় শনিবার রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আয়াতুস সিয়াম সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার হামিদুল হক সুমনের ছেলে। তিনি সাভার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সাভার সরকারি কলেজের বার্ষিক পিঠা উৎসবে আয়াতুস সিয়ামের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। পরবর্তীতে মোবাইলে যোগাযোগের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে সিয়াম তার বন্ধু সাফার সহায়তায় অপর বন্ধু হোসেন সাঈদীর বাসায় ওই ছাত্রীকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং তা গোপনে মুঠোফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে ধারণকৃত ওই অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৯ আগস্ট সিয়াম তার বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ অবস্থায় ওই ছাত্রী ঘটনাটি সিয়ামের অভিভাবকদের জানিয়ে বিয়ের জন্য অনুরোধ করেন। সে সময় ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে দেবেন বলে সময় পার করতে থাকে সিয়ামের পরিবার।

এদিকে সিয়াম হঠাৎ করে ওই ছাত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে পরিবারের পরামর্শে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ওই ছাত্রী পুনরায় সিয়ামের বাসায় বিয়ের দাবিতে কথা বলতে গেলে গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে চুপ থাকার হুমকি দেন সিয়াম।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, গ্রেপ্তারকৃত আয়াতুস সিয়ামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

নির্যাতিত ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হবে। এ ছাড়াও গ্রেপ্তারকৃতের মোবাইল ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com