রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় দুবাই গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ নারীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত দুবাই গেস্ট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ নারীসহ মোট ২২ জনকে থানায় আনা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীও থাকতে পারেন। তাই যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘন্টা ভিত্তিতে এই হোটেলের রুম ভাড়া নিয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িত হন। আবার হোটেল কর্তৃপক্ষের এজেন্টরা দেহ ব্যবসার জন্য নারী সরবরাহ করেন।