সাভারে দিনদুপুরে আবার চলন্ত বাসে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাই

জেলা প্রতিনিধি : ঢাকার সাভারের মহাসড়কে আবারও দিনদুপুরে চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা নারী যাত্রীদের লক্ষ্য করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে ছিনতাইকারীরা কারো ফোন অথবা ডিভাইস নেয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।

বাসযাত্রীরা জানান, সকালে গাজীপুরের চন্দ্রা থেকে ‘সাভার পরিবহন লিমিটেড’ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টার দিকে বাসটি সাভারের পুলিশ টাউন এলাকার সেতুর ওপর পৌঁছালে বাসে যাত্রীবেশে থাকা তিন থেকে চারজন ছিনতাইকারী ধারালো ছুরি বের করে চালককে বাস থামাতে বাধ্য করেন। এরপর নারী যাত্রীদের কাছ থেকে ছিনতাই শুরু করেন। তাঁরা তিনজন নারী যাত্রীর সোনার চেইনসহ অন্যান্য অলংকার লুট করে দ্রুত বাস থেকে নেমে যান।

ছিনতাইয়ের শিকার সাংবাদিক তায়েফুর রহমান জানান, বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। তবে ছিনতাইকারীরা কারো ফোন অথবা ডিভাইস নেয়নি। শুধু নারী যাত্রীদের টার্গেট করে তারা অন্তত তিন নারী যাত্রীর কাছ থেকে চেইন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তার স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় বলেও জানান তিনি।

এদিকে বেলা সোয়া ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি নামক স্থানে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, অপর ঘটনার সত্যতা পাওয়া যায়নি, তবে পুলিশ টাউনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২ মার্চ দুপুরে দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। এরপর ৪ এপ্রিল একই এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সম্প্রতি সাভারের মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইপ্রবণ এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ। ৫ এপ্রিল থেকে পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে শুক্রবার পুলিশ টাউন এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *