রোমান হোসেন, সাভার : ঢাকার সাভারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই ছাত্র জনতা আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭নভেম্বর) বিকেলে সাভারের পৌরসভার ব্যাংক টাউন৷ এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় সেখানে ছাত্রদল নেতা সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদ এ্যাড. আনোয়ার হোসেন, পৌর যুবদলের সাবেক সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোবাহান মিয়া,সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি আল শাহরিয়ার নাদিম,সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, ঢাকা জেলা ওলামা দলের ২য় যুগ্ম-আহবায়ক তারেক মোঃ শাহরিয়ার ইসলাম ড্রিম, সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথি বলেন ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না, এ সময় তিনি জিয়াউর রহমানের পরিবার ও সকল শহীদদের জন্য দোয়া ও তোমারক বিতরণ করে।