ইউএনবি নিউজ: সাভার পৌর এলাকার রাজাশনের মন্ডল পাড়ায় হাসেম মিয়া নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় এঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করে।
এলাকাবাসী জানায়, ভোরে নিজ ঘরে হাশেম মিয়া নামের ওই ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রবাস ফেরত হাসেম মিয়াকে স্ত্রী কয়েক মাস পূর্বে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান। এর পর থেকে তিনি ওই ঘরে একাই ঘুমাতেন।
সকালে ঘরের বাহিরে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।