সাভারে ক্লাব ৯৩ এর ইফতার মাহফিল

জেলা প্রতিনিধি: ঢাকার সাভার ক্লাব- ৯৩ এর  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭মার্চ) সন্ধ্যায় সাভার থানা রোডের মামুন পার্টি সেন্টারে এস এস সি সাভার ক্লাব – ৯৩ এর  আয়োজনে এই ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে ৯৩ ক্লাবের  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক ভিন্নধর্মী পরিবেশ সৃষ্টি হয়।ক্লাব ৯৩এর মিলন মেলায আরো উপস্থিত ছিলেন  ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুইবারের সফল কাউন্সিলর মোঃ খোরশেদ আলম

বহু বছর পর পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে পূর্বের স্মৃতি ফুটে ওঠে, সকলের চোখে আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে কোলাকুলি ও হাঁসি মুখে

এ বিষয়ে ক্লাব ৯৩  কমিটির সভাপতি ওবায়দুর রহমান অভি  জানান আমরা ভাবতে পারিনি আমাদের এই উদ্যোগে এতো সারা ফেলবে।

পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে আমাদের সকল পরিশ্রম সার্থক হয়েছে।

সাভার ক্লাব -৯৩ আয়োজক কমিটির  ৭ দিনের পরিশ্রমে প্রায় ৪ শতাধিক বন্ধুরা উপস্থিত থেকে ইফতার করেন।

ইফতার পার্টিতে আশার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ জানান,  এডভোকেট মিরাজ, সাজ্জাদ তালুকদার,  হাজী মাসুদ,  মোকলেছুর রহমান,  মাজারুল ইসলাম মাসুদ, আব্দুস সালাম রুবেল, সেলিনা পান্না, জাহিদ হোসেন,  অমিত সাহা, আরিফ হোসেন, সাইফুল ইসলাম, এডভোকেট খলিলুর রহমানক, মিষ্ঠু, লৎফন রহমান, রিপন দত্তসহ আরও অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।