রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ছাদ বাগান ভেঙে তছনছ করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলী আহমেদ হাওলাদারের বিরুদ্ধে।
রবিবার (১২অক্টোবর) সন্ধ্যায় সাভার পৌর ছায়াবিথী জাহাঙ্গীরনগর কো অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় এঘটনা ঘটে। ছাদ বাগান ভেঙে তছনছ করেন ওই প্রাক্তন শিক্ষক নিজেই।
ছাদ বাগানের মালিক শামীমা আলম বলেন, তিনি ও তার স্বামী ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম তুহিন জাহাঙ্গীরনগর কো অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় নিজের এভিনিউ গার্ডেনের আট তলা ভবনের সাত তলায় বসবাস করেন। নিজেরে সন্তান না থাকায় তিনি আট তলার ছাদে বিভিন্ন রকমের ছাদ বাগান রোপন করেন টপের মধ্যে। দুই শতাধিক এ ছাদ বাগানে তার ফুলের গাছ রয়েছে। যেমন দোলন চাঁপা, মাধবি লতা, ছয় রকমের কলাবতি, জুই টগর, রক্ত কবরী, চার রকমের চেরি, গোলাপ, গন্ধরাজসহ নানা প্রজাতির। নিজের সন্তান না থাকায় তিনি গাছ গুলোকে নিজের সন্তানের মত আদর যত্ন করে বড় করে তোলেন। পরে ওই ভবনের সাত তলায় নিজির ফ্ল্যাট ভাড়া দেওয়া ব্যক্তি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলী আহমেদ হাওলাদার নিজের ফ্ল্যাটের দেওয়াল নষ্ট হবে এই মর্মে নিজেই ছাদে গিয়ে দুই শতাধিক গাছের টবসহ গাছ গুলো ভেঙে তছনছ করেন। পরে সন্ধ্যায় গাছ গুলো যত্ন করতে গিয়ে সব গুলো ভাঙা দেখে কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি গাছ ভেঙে দেওয়া ওই ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেছেন। ওই ভবনের অন্য বাসিন্ধারাও গাছ গুলো ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানায়,পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌন্দর্য বর্ধনে অনেকেই গাছ লাগান, গাছ নষ্ট করেন না কিন্তু এখানে প্রকাশ্যে গাছ গুলো ভেঙে ফেলেছে এ জন্য তারা দুঃখ পেয়েছেন।
এবিষয়ে এভিনিউ গার্ডেন ওনার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন বলেন, গাছ ভাঙ্গার বিষয়টি তারা শুনেছেন বিষয়টি বসে সমাধান করা হবে।
এবিষয়ে অভিযুক্তের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।