জেলা প্রতিনিধি : ঢাকার সাভার পৌরসভা এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এরআগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, বগুড়া জেলার ধুপচাছিয়া থানার চানরুল গ্রামের হারুনের ছেলে ছোটন ও টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীরসিংহ গ্রামের আবুল কালামের ছেলে জীবন।
ডিবি-ঢাকা জেলা উত্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য পৌরসভার গেন্ডা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি ছোটন ও জীবন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।