সাভারে অবৈধভাবে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান……….

রোমান হোসেন, সাভার:  সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে ট্যানারীর বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

ঢাকার সাভারে দুপুরে উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভিতরের এলাকায় পরিত্যক্ত জায়গায় একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর। এলাকাবাসী বলছে, গত কয়েক মাস ধরে ওই কারখানায় ট্যানারির বিষাক্ত বর্জ্য রাতের আঁধারে পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিল কয়েকজন ব্যক্তি।

এছাড়াও উচ্চমাত্রার ক্রোমিয়ামযুক্ত ঝুট চামড়া যা টানারি কর্তৃপক্ষের প্রজ্ঞাপন অনুযায়ী নিষিদ্ধ তা থেকে মুরগির খাবার তৈরির অভিযোগ রয়েছে এ কারখানাটি-তে যার ফলে এলাকায় বিষাক্ত ধোঁয়া ও দুগন্ধে মানুষজন শ্বাসকষ্ট সহ নানান রোগে ভুগছিল। সেই সাথে গাছপালা ও জীববৈচিত্র্যের অনেক ক্ষতি হচ্ছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় ট্যানারের বর্জ্য পুড়িয়ে খাদ্য তৈরীর কয়েকটি মেশিন ভেঙ্গে ফেলা হয় ও ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। এসব কারখানার মালিকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।