সাভারে অবৈধভাবে ক্ষতিকারক কেমিক্যাল ও রং দিয়ে তৈরি কারখানায় ভ্রাম্যমান অভিযান

রোমান, সাভার, ধামরাই: ঢাকার সাভারে অবৈধভাবে কয়েকটি কারখানায় ক্ষতিকর কেমিক্যাল ও রং দিয়ে দীর্ঘদিন ধরে নকল সয়াবিন তেল, ডিটারজেন্ট সাবান ও মিষ্টির পঁচা সিরা দিয়ে শিশু খাদ্য সন্দেশ তৈরি করে আসছিল একটি চক্র। আজ সোমবার (১৭মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ ভেজাল কারখানার সন্ধান পেয়ে আজ স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েছে। সাভার পৌর১নং ওয়ার্ড ভাট পাড়া ডিপমেশিন এলাকায় পৃথকস্থানে অবৈধভাবে গড়ে ওঠা এই কারখানা খুলে ক্ষতিকর কেমিক্যাল, রং ও মানবদেহে ক্ষতিকর উপাদান ব‍্যবহার করে নকল বেস্ট গৃহিনী সয়াবিন তেল, হ‍্যান্ডকোর, এক্সেল উইন ওয়াস, নেক্সাস ভিম, ভেজাল শিশুখাদ‍্য সহ বিভিন্ন নামে ডিটারজেন্ট পাউডার, ও সাবান তৈরি করে আসছিল। এ ছাড়াও আরেক কারখানায় মিষ্টির বাসিপঁচা গাদ দিয়ে শিশু খাদ্য সন্দেশ তৈরি করা হতো। এ সকল কারখানার সন্ধান পেয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহিরুল আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কারখানার মালামাল ধ্বংস করে কারখানাগুলো বন্ধ করে দেয়। অভিযানের বিষয়টি টের পাওয়ায় এর মালিক কর্মচারীরা পালিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) সাভার সার্কেল মোঃ জহিরুল ইসলাম জানান, আমরা অবৈধ এ সকল কারখানার মালামাল আজ ধ্বংস করেছি। এরপরও যদি এ কারখানার কার্যক্রম অব‍্যাহত থাকে তাহলে আরও কঠোর ব‍্যবস্থার কথা ও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *