সাভারে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ

রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে এক অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।

আজ (২২জানুয়ারি) সকাল ১১.৩০সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। তিনি বলেন, গত বছরের ১৮ই জুলাই ভাকুর্তার নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত অটো রিক্সা ভাড়া নেন কয়েকজন ব্যক্তি। পরে ভাকুর্তার গান্দারিয়া এলাকায় যাত্রী বেশি দুর্বৃত্তরা অটো রিক্সা চালক শওকত আলীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খাগুরিয়া এলাকায় ফেলে দিয়ে তার অটো নিয়ে পালিয়ে যায়। পরে অটোরিকশাটি দুর্বৃত্তরা একটি গ্যারেজে  ত্রিশ হাজার টাকায় বিক্রি করে মাদক সেবন করে সেই টাকা দিয়ে। পরে এঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে অজ্ঞাত আসামীদের সনাক্তে কাজ করে পুলিশ। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের হেমায়েতপুর থেকে হত্যাকারী আব্দুল গনিকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। হত্যাকান্ডের কথা তিনি স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় অন্য আসামীদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সংবাদ সম্মেলনে এসময় তদন্ত(ওসি) মডেল থানার ওসি জুয়েল মিঞা সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *