সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব এর সৌজন্যে সাক্ষাৎ

জেলা প্রতিনিধি: নেত্রকোনার কৃতি সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর সাথে সৌজন্যে সাক্ষাৎ  করছেন জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১ ঘটিকার সময় নেত্রকোনার কৃতি সন্তান মদন মোহনগন্জ খালিয়াজুড়ি আসনের সাবেক এমপি, সফল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবর এর সাথে ঢাকাস্হ নিজ গুলশান বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করছেন নেত্রকোনা জেলার কৃতি সন্তান (বারহাট্রা নেত্রকোনা সদর) আসনের বিএনপির নমিনি, জেলা বিএনপির আহবায়ক দেশের সুনামধন্য অর্থপেডিক্যস ডাঃ আনোয়ারুল হক ও কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির নমিনি, জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর- রফিকুল ইসলাম হিলালী।

আওয়ামী দুঃশাসনের আমলে ১৭বছরের বেশি কারাবাসকারী, সাবেক স্বরাষ্ট্র- প্রতিমন্ত্রী (মদন- মোহনগন্জ- খালিয়াজুড়ি) আসনের সাবেক এমপি, লুৎফুজ্জামান বাবর ১৭বছর কারাবাস মুক্তির তিনদিন পর ঢাকায় অবস্থানকালে অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তির খবর পেয়ে ছুটে যান নেত্রকোনা জেলা বিএনপির (সদর নেত্রকোনা) কান্ডারী, আহবায়ক ডাঃ আনোয়ারুল হক এবং জেলা বিএনপির সদস্য সচিব (কেন্দুয়া আটপাড়া) কান্ডারী ডক্টর রফিকুল ইসলাম।

সাক্ষাৎকালে দ্রুত সুস্থতা কামনা করেন এই দুই বিএনপির নেতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।