রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি শেখ সাঈদকে (৫২) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৯মার্চ) সাভার পৌর বাজার রোডের এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, সাঈদের বাড়ি ফরিদপুরে হলেও তিনি গোপালগঞ্জের পরিচয় দিয়ে সাভারে আধিপত্ত্য বিস্তার করেন। এ সময় তিনি সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় ভাড়া থেকে উলাইল এলাকার এইচআর টেক্সটাইল মিলে চাকরি করতেন।
ডিবি পুলিশ জানায়, সাঈদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মন্ত্রীর পরিচয়ে চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, সাভার পৌর এলাকার বাজার রোডের ভাড়া বাসা থেকে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর কথিত পিএস ও যুবলীগ নেতা শেখ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।