সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজে ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি পদে জায়গা পেয়েছেন মো. সাব্বির হোসেন নামের এক ব্যক্তি, যিনি অতীতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে এলে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
সম্প্রতি সিরাজগঞ্জ জেলা ছাত্রদল কলেজ শাখার আট সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেয়। এতে সভাপতি করা হয় হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সাব্বির হোসেনকে, যিনি ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য আগে আলোচনায় ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, সাব্বির হোসেন এক সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এখন তাকে বিএনপি ও ছাত্রদলের নেতারাও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করছেন—যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ছাত্রদলের একাধিক নেতা অভিযোগ করেছেন, সংগঠনে অনেক ত্যাগী নেতাকর্মী থাকলেও সাব্বির হোসেনের মতো বিতর্কিত অতীতের ব্যক্তিকে নেতৃত্বে আনা অনাকাঙ্ক্ষিত ও হতাশাজনক।
এ বিষয়ে সাব্বির হোসেন বলেন, “তখন আমার এক এলাকার ভাইয়ের সঙ্গে ছবি উঠেছিল। আমি নিজে কখনও ছাত্রলীগের কোনো পদে ছিলাম না।”
তবে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাজাহার হোসেন বলেন, “সাব্বির আগে ছাত্রলীগ করতেন। তাকে আমরা ছাত্রদলে যোগ দিতে দেখিনি।” আহ্বায়ক আল মামুন হোসেন জুয়েলও জানান, “সাব্বির ছাত্রলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন, তবে কোনো পদে ছিলেন না।”
অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হীরু বলেন, “সে ২০২০ সালে ছাত্রলীগের কমিটিতে ছিল। পরবর্তীতে আমাদের দলে যোগ দিয়েছে এবং দায়িত্ব পেয়েছে।”
দলবদল এবং অতীত সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ছাত্রদলের এ কমিটি। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনতে উদ্যোগী হচ্ছেন স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা।