সাপ্তাহিক শান্তির দেশ পত্রিকার ১৯ তম বর্ষ উদযাপিত

অনলাইন ডেক্স : সাপ্তাহিক শান্তির দেশ পত্রিকা ১৯ তম বর্ষে পদাপর্ন উপলক্ষে সাপ্তাহিক শান্তির দেশ কার্যালয় ২৩৯এন.এস. রোড হাফিজ টাওয়ারের ৪র্থ তলায় কেক কেটে, ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক শান্তির দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোস্তাফিজ-বিন-আজাদ (ডাবলু), পলাশ মিয়া, হাফিজ পেপার লিঃ পরিচালক আবু আজাদ লাবলু, ঢাকা সমবায় অধিদপ্তর যুগ্ম-নিবন্ধক আনিছুর রহমান, এলজিইডি উপ সহকারী প্রকৌশলী (নাটোর, বাগাতীপাড়া)  আতিকুল ইসলাম জগতী হাই স্কুল শিক্ষক কছিম উদ্দিন, সাপ্তাহিক শান্তির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সানোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিয়াম, সিজান, পায়েল, নাবিল, ঋদ্ধি, পরান, মুন্না, দূরলভ, সিনথিয়া ও বিউটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।