সানরাইজ রেসিডেন্সিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার নয়ানগরে সানরাইজ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ ও রেজাল্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানরাইজ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. এনায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুরুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল। গেস্ট অব অনার ছিলেন দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সম্পাদক আখলাকুল আম্বিয়া এবং দৈনিক ভিন্নমাত্রার সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মানবিক ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই এদেরকে গড়ে তোলার সময় এই শিশুকালেই।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com