আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের লোকনাথ জুয়েলার্স এর দোকানে দূর্ধষ চুরির সাথে জড়িত দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ই জুলাই) উপজেলা পরিষদ চত্বরে বোনারপাড়া বাজারের ব্যবসায়ী সমিতির উদ্দেগ্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু,উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রটারী প্রভাষক এনামুল হক সরকার,ব্যবসায়ী ফারুক হোসেন,আমিনুল ইসলাম,লোকনাথ জুয়েলার্স-এর স্বত্তাধিকারী রঞ্জন প্রসাদ,শহীদুল ইসলাম,ফারুক হোসেন প্রমূখ।
উল্লেখ্য যে, গত ৪ঠা জুলাই বোনারপাড়া কলেজ মোড় বাবা লোকনাথ জুয়েলার্স এর দোকানে এক দূধর্ষ চুরি সংগঠিত হয়। এ ঘটনার ৬দিন অতিবাহিত হলেও অদ্যবধি কোনো দোষী ব্যক্তিদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় নাই।