সাঘাটায় সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সাঘাটায় সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে বোনারপাড়ার সরাইখানা হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সাঘাটা—এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব শাহ আলম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পিএফজি’র রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে। এ সময় তিনি “দি হাঙ্গার(দুর্ভিক্ষ)প্রজেক্ট”-এর পিএফজি’র আগামীর পরিকল্পনা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন রানা,উদ্যোক্তা সোয়াইবুল ইসলাম,উপজেলা মহিলাদলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি,ছাত্রদল নেতা আতিকুল ইসলাম। এ সময় বক্তারা উপজেলার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা, দারিদ্রতা, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবস্থা সহ বিভিন্ন সামাজিক বিষয়াদি নিয়ে পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন করেন।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন,পিস এম্বাসেডর লাভলী আক্তার,জুলফিকার হায়দার শাহিন,পিএফজি সদস্য মোশাররফ হোসেন,যোগেশ্বর বর্মন,ঝর্না রানী,ইয়ুথ সদস্য শাম্মি আখতার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *