আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেগম জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ই আগস্ট) জুমারবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল সাঘাটা উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা দলের সভানেত্রী মৌসুমী আক্তার মিষ্টির সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক আয়েশা সিদ্দিকা সাবিলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু,যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বাবলু,জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইনামুল হক মাস্টার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল,সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাহিদ ইকবাল,জুমারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মইনুল মইনুল হাসান খোকন, ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নিরব ইসলাম সৈতু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।