সাঘাটায় থানায় ঢুকে পুলিশের উপর দুর্বৃত্তের হা’ম’লা

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাঘাটা থানার কর্তব্যরত এএসআই (সহকারী উপ-পরিদর্শক) মহসিন দূর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর এএসআই মহসিনের চিৎকারে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা ওই দূর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌঁড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে সহজে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ডিঙি নৌকা সংগ্রহ করে পুকুরে অনুসন্ধান শুরু করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা), দূর্বৃত্তকে আটক করা সম্ভব হয়নি। আহত এএসআই মহসিনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, প্রত্যক্ষদর্শী ও ডিউটিরত পুলিশরা ধারণা করছে আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। তাছাড়া আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার হলে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *