সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামকে অপারেশন ডেভিল হন্টের আওতায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে মিলনায়তন থেকে বের হওয়ার পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামের বিরুদ্ধে নাশকতা,চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট’ এর আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম সাঘাটা উপজেলার ৮ নং জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।