আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঐতিহ্যবাহী ভরতখালী গরুর হাটে বিভিন্ন মাধ্যমের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ মে,২০২৫) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল। এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ বাদশা আলম,সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিব,ওয়ারেন্ট অফিসার নুরুল নবী, এস.আই উজ্জলসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভরতখালি গরুর হাটে প্রতিনিয়ত গরু বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ‘তিনশত’ টাকা আদায় করেন ইজারাদাররা এবং খাজনার তালিকা টাঙানো না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ইজারাদার নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাট ইজারাদারদেরকে হাটের অনুমোদিত টোল আদায়ের রেট প্রকাশ্য স্থানে টানানোর জন্য নির্দেশ প্রদান করেন এবং পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।