আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ৩৯১২ জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল ৩১৬৮ জন,দাখিল ৪২২ জন এবং ভোকেশনাল ৩২২ জন।
এসএসসি পরীক্ষায় ১৯৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬২ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় হতে। শতভাগ পাশ করে আলোচনায় এসেছে এসকেএস নতুন কুঁড়ি বিদ্যাপীঠ।
দাখিল পরীক্ষায় মোট ৪২২ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪১ জন। পাশের হার ৫৭ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন।
ভোকেশনাল শাখায় ৩২২ জনের মধ্যে পাশ করেছে ২৬৮ জন শিক্ষার্থী। পাশের হার ৮৩ দশমিক ২৩ শতাংশ,জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
এবারের পরীক্ষার ফলাফলে ভালো-খারাপ দুই ধরনের চিত্রই উঠে এসেছে। কিছু প্রতিষ্ঠান আশানুরূপ ফল করতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশা দেখা দিয়েছে।আবার কিছু প্রতিষ্ঠান ভালো ফল করায় প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সামনের বছরগুলোতে ফল আরও ভালো করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।