সাউন্ডবাংলা’র আলোর কবিতা-কথা ও ভালোর গান

নিজস্ব প্রতিনিধি: মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সাউন্ডবাংলা- দৈনিক পূর্বাভাস-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোর কবিতা-কথা ও ভালোর গান। রোববার বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক এম শাহজাহান আলী। কথাশিল্পী শান্তা ফারজানা ও কলামিস্ট মোমিন মেহেদী নিবেদিত আলোর কবিতা – কথা ও ভালোর গান-এ সভাপতিত্ব করেন সাংবাদিক ও অভিনেতা মোখলেছুর রহমান তোতা। বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী কালাম ফয়েজী, ব্যাংকার ও কবি সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাহিদ হাসান, এবং কবি রিপন শান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় দৈনিক পূর্বাভাস এর যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি। এ আয়োজনে সাহিত্যবন্ধু সম্মাননা কথাশিল্পী কালাম ফয়েজী, কাব্যবন্ধু সম্মাননা কবি রিপন শান,  সমাজবন্ধু সম্মাননা সমাজসেবি ফেরদৌসি আক্তার রেহানা ও সমাজসেবি মিজানুর রহমান মোল্লাকে প্রদান করা হয়।

বিশেষ আকর্ষণ হিসেবে গান ও অভিনয় পরিবেশন করেন  অ ছড়াকার গোলাম নবী পান্না, দৈনিক পূর্বাভাসের যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি আলতাফ হোসেন রায়হান, শিক্ষক কবি আবদুল মান্নান, প্রকাশক হাফেজ নূরুজ্জামান, কবি বিমল সাহা, দৈনিক পূর্বাভাস-এর স্টাফ রিপোর্টার সাইফুল রহমান হক, ছড়াকার শাহজামাল, কবি আবু বকর সিদ্দীক, ছড়াকার মোহাম্মদ শামিম মিয়া প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্দ এসময় বলেন, একাত্তরের স্বাধীনতা কারো বাপদাদার নয়; এই স্বাধীনতা সকল নাগরিকের। সেই স্বাধীনতাকে কোনো দল- গোষ্ঠি বা ব্যাক্তি খাটো করার চেষ্টা করলে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। ভুলে গেলে চলবে না, অতিতের অন্যায়ের প্রতিবাদের প্রেক্ষিতেই অন্তবর্তী সরকারের সৃষ্টি। অতএব, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না। জাতীয় সাংস্কৃতিকধারার পৃষ্টপোষকতায় পুরস্কার ভিত্তিক ‘সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-১০২-এ’ পঠিত লেখার মধ্য থেকে বিজয়ী হোন ছড়াকার মোহাম্মদ শামিম মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com