নীলফামারী প্রতিনিধি : নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালির ওপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডোমার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জুলফিকার আলী ভুট্টো। এতে উপস্থিত ছিলেন ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর আলী, সাংবাদিক সফিয়ার রহমান রতন, গোপাল চন্দ্র রায়, মামুন উর রশিদ রাসেল, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান , বেলাল হোসেন, সেলিম রেজা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর যেকোনো হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। এটি কখনোই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
উল্লেখ্য, গত ৮ জুলাই নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়ন পরিষদে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমানের হাতে হামলা ও হেনস্তার শিকার হন। ঘটনার পর তার স্বামী গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।