সাংবাদিক নিখিল মানখিন আর নেই

বাসস : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও  দৈনিক ভোরের আকাশের সিনিয়র রিপোর্টার নিখিল মানখিন আর নেই। শনিবার বিকেলে তিনি মারা যান।

শুক্রবার বিকেলে বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেল ৪ টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন। 

তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

রোববার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার বনিক্যপাড়ায় তাকে সমাহিত করা হবে।

সাংবাদিক নিখিল মানখিনের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com