সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 মোঃ রফিকুল ইসলামঃ গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা শত শত মানুষের সামনে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে। 

জানা যায়, একটি মারা মারির ভিডিও ধারণ করা কে কেন্দ্র করে র্দুবৃত্তদের হাতে প্রাণ দিতে হয় তুহিন কে। এই জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এরই ধারাবাহিকতায় আজ ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ও ঢাকা মহানগর কমিটিসহ সংগঠনের বহু নেতাকর্মী অংশ গ্রহণ করেন। 

বিক্ষোভ সমাবেশ বক্তারা গাজীপুরের আইন শৃঙ্খলা চরম অবনতি ও প্রশাসনের ব্যর্থতার সুস্পষ্ট বহু কারন উল্লেখ করেন। এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও একদিন আগে আরেক সাংবাদিক আনোয়ারের উপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com