সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ইউসুফ লালপুর হোসাইন (নাটোর): সারাদেশের ন্যায় নাটোরের লালপুরের গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় লালপুর ত্রিমোহিনী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা অংশ নেন।

প্রায় এক ঘণ্টা স্থায়ী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি সালাহ্ উদ্দীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান ও আব্দুর রশিদ মাস্টার এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সজিবুল ইসলাম হৃদয়। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের বাকস্বাধীনতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com