সুজন আহম্মেদ : জাতীয় সাংবাদিক সংগঠন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হলেন। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার চিফ রির্পোটার রাজু আহম্মেদ (তাইজুল) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি এই সংগঠন শুধু সাংবাদিকদের কল্যাণেই কাজ করে না, সারাদেশের অসহায় মানুষের জন্য এই সংগঠন কাজ করে। ইতিমধ্যে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি সারাদেশে ব্যাপক আলোচিত সাংবাদিক সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক জনকন্ঠের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার। সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি সারাদেশে জেলা, উপজেলা, থানা, শাখা সমুহের কার্যক্রম চলছে।
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ইতিমধ্যে, গরীব অসহায় মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা ওষুধ বিতরণ ও শিশু কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রিক বিতরণ ব্যাপক আলোচিত হয়েছে। শিশুদের মাঝে বিস্কুট ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সাংবাদিকদের পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে এই সংগঠন কাজ করবে এই সংগঠনে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী একজন দক্ষ এবং ভালো মানুষ তারজন্য এই সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি আরো এগিয়ে যাচ্ছে।
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক রাজু’আহম্মেদ তিনি বলেন, আমাকে এতো বড় একটি দ্বায়িত্ব দেওয়া হলো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার দ্বায়িত্ব সততার সাথে পালন করতে পারি।