জাকির হোসেন সুজন, রংপুর : রংপুরে শনিবার (৮নভেম্বর ২০২৫) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষে “সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় এবং প্রস্তাবিত সংশোধনীয়সহ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন” শীর্ষক মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুর টাউন হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, “দেশের সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারে অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচিগুলোর একটি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকার ইতোমধ্যে শত শত পেশাজীবী সাংবাদিককে অনুদান ও সহায়তা প্রদান করেছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”
সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এ বি এম রফিকুল ইসলাম, যিনি বলেন, “কল্যাণ ট্রাস্টের অনুদান প্রাপ্তি প্রক্রিয়া এখন আরও সহজ ও স্বচ্ছ হয়েছে। আগামী বাজেটে সাংবাদিকদের চিকিৎসা ও দুর্ঘটনা সহায়তা তহবিল বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে।”
এছাড়া রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান সঞ্চালক সরকার মাজহারুল মান্নান বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, গণমাধ্যম কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করা, এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের কল্যাণমূলক তহবিল গঠনের দাবি জানান। অনুষ্ঠানে রংপুর অঞ্চলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।