নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া, ০২ অক্টোবর’ ২০২৪\ শতভাগ পদোন্নতিসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ সদর উপজেলার ব্যানারে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা উক্ত মানববন্ধনে মোঃ গোলাম এরশাদ, মোঃ মাকসুদুল করিম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ মানিয়ার হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুর রশিদসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বক্তব্য রাখেন। দাবীর যৌক্তিকতা তুলে ধরে এসময় বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার কছে জোড়ালো দাবী জানান অন্যথায় কঠোর কর্মসূচিরও হুশিয়ারী দেন তারা।