সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা: সিহাব উদ্দিন

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক ও এসবি সুপার ডিলাক্সের সত্বাধিকারী সিহাব উদ্দিন বলেছেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। মানবসেবা করলে আল্লাহ সন্তুষ্ট হন। মানুষের সাথে বিভেদ নয়, আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো।
শুক্রবার রাতে কুষ্টিয়া পৌর এলাকার উদিবাড়ি কলোনি পাড়ায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সিহাব উদ্দিন আরো বলেন, একজন শীতার্ত মানুষের হাতে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন, বিপদে আপদে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু ও কাজী আব্দুর রউফ দিলু। এছাড়া উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য অনুষ্ঠান পরবর্তীতে প্রায় ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।