সভাপতি মুকুল-সম্পাদক সেলিম  কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা

নিজ সংবাদ \ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন রেজিঃ নং খুলনা-২০৬৯ এর কার্য নির্বাহী পরিষদের নির্বাচন ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল সোমবার (৬ অক্টোবর ) কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন পরিচালনা কমিটি ২০২৫-২০২৮ তিন বছরের মেয়াদী নির্বাহী পরিষদের ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মাহমুদ হাসান রাছেল (লিটন) এ্যাডভোকেট আবু হায়দার লিপু। প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র ও শ্রম আইন মেনেই আমরা একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছি। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ের আহবায়ক কমিটি বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব প্রদান করেছিলেন। তাদের দেয়া দায়িত্ব আমরা সঠিক ভাবে পালন করে আজ নির্বাচনের ফলাফল ঘোষনা করতে সক্ষম হয়েছি। নির্বাচন পরিচালনা করতে আহবায়ক কমিটির কাছে যে সকল সহযোগীতা আমরা চেয়েছিলাম তা তারা সবই পুরন করেছে বলে সুষ্ঠ নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়েছে। ২৪ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়। সেই তফশীল স্থানীয় পত্র-পত্রিকার মাধ্যমে ব্যাপক প্রচার কর হয়েছে। যাতে কেউ এই নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ না করতে পারে। তফশীল মোতাবেক কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ের কার্য নির্বাহী কমিটির প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে সভাপতি পদে নজরুল ইসলাম মুকুল (দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোষ্ট) সহ সভাপতি পদে মুন্সী শাহিন আহমেদ (জুয়েল) (দৈনিক খবরওয়ালা), সাধারণ সম্পাদক পদে মোকাদ্দেস হোসেন সেলিম (দৈনিক মাটির ডাক ), যুগ্ম সম্পাদক পদে আবু জব্বার সুজন (মানব জমিন), সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন (দৈনিক কুষ্টিয়ার খবর), দপ্তর সম্পাদক আমীন হাসান (দি ডেইলী ট্রাইবু্যুনাল), কোষাধ্যক্ষ পদে আকরামুজ্জামান আরিফ (বাংলাদেশের খবর), প্রচার সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম (দৈনিক জয়যাত্রা), নির্বাহী সদস্য পদে এম এ কুদ্দুস ( মানব কন্ঠ) পদে মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়ন পত্র ক্রয় ও দাখিল অন্য কোন প্রার্থী করেননি। তাই দাখিলকৃত তাদের ক্রয়কৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে সব কয়টি মনোনয়ন পত্র সঠিক থাকায় বৈধ ঘোষনা করা হয়। ৩ অক্টোবর প্রতাহারের দিন থাকলেও কেউ তাদের মনোনয়ন পত্র প্রতাহার না করায় উক্ত ৯টি পদে দাখিলকৃত সব কয়টি প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হলো। এই ৯ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩ বছরের জন্য কার্যক্রম চালিয়ে যাবেন। এতে কোন আর বাধা থাকবে না। সংবাদ সমে¥লনে উপস্থিত ছিলেন কুষ্টিয়ায় কর্মরত ইল্কেট্রনিক মিডিয়া স্থানীয় পত্রপত্রিকায় কর্মরত সাংবাদিবৃন্দ ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com