সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক বকুল টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন….

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গী সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়। ১৫টি পদের বিপরীতে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গননা শেষে নির্বাচন কমিশনার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি হিসেবে মো:জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মুরাদ হোসেন বকুল বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মো:জাহাঙ্গীর আলম,সহ-সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান স্বপন, সাংগঠনিক সম্পাদক মো:নুরুল ইসলাম , কোষাধক্ষ্য আব্দুল্লাহ আল মামুন , দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম,ধর্ম বিষয়ক সম্পাদক ওয়াদুদ হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন ও সদস্য হিসেবে আল-আমিন মিয়া নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার মফিজ উদ্দিন বলেন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং ভোটাররা তাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছেন। দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল,আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে কল্যাণ সমিতির সকল সদস্যদের উন্নয়নের লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।