সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে টঙ্গীতে সমাবেশ অনুষ্ঠিতে

সাইফুল আলম: গাজীপুরের টঙ্গীর দক্ষিণ দত্তপাড়ার ৪৮ নং ওয়ার্ডে গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় জহির মার্কেট এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি কবীর হোসেন লিটন মৃধা।

সমাবেশে যারা উপস্থিত ছিলেন – এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, গাজীপুর জেলা আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল মোল্লা, ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সোহেল, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি মোশারফ হোসেন সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দত্তপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমিতির আহ্বায়ক সাজু মিয়া, ধুমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দক্ষিণ দত্তপাড়া যুব কল্যাণ পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান সরকার, যুগ্ম আহ্বায়ক রাজীব খান, দক্ষিণ দত্তপাড়া ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক জাফর হোসেন, সদস্য সচিব আবুল কাশেম পলাশ সহ স্থানীয় আরও অনেক নেতৃবৃন্দ। টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু সমাবেশটি সঞ্চালনা করেন।

বক্তাদের মূল বার্তা – সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেছেন যে, বিএনপির নাম ব্যবহার করে কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসী জহির মার্কেট এবং এর আশেপাশে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করছে। তারা উল্লেখ করেন যে, ৫ তারিখের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করা হচ্ছে। বক্তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে বিএনপির নাম ব্যবহার করে এই ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো না হয়।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। তারা বলেন, যারা আগে দলের সঙ্গে জড়িত ছিল না, তারা এখন দলে ঢুকে এই ধরনের অপকর্ম করে বিএনপির সুনাম নষ্ট করছে। এই ধরনের কাজে জড়িত ব্যক্তিরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *